সব
ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে মারপিট
ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে কে প্রতিপক্ষরা মারপিট করে মারাত্বক আহত করেন। শনিবার সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে মৃত হাসান আলীর পুত্র মোঃ মোস্তাকিন আকন্দ (৫০) কে প্রতিপক্ষ হাসেন আলী খট্টু গংরা রাস্তায় আটক করে বেধম মারপিট করেন।
আরও পড়ুন : কুষ্টিয়ায় মাদক চোরাকারবারি খুন, প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্যসহ হত্যাকারি আটক
তার স্ত্রী মোছাঃ রুজিনা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকে ও মারপিট করেন। এই ঘটনায় স্থানীরা লোকজন মোস্তাকিন আকন্দ ও স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপালে ভর্তি করেন। ঘটনার বিবরনে জানা যায় মোঃ মোস্তাকিন আকন্দ ৪০ বছর ধরে ১২ শতক জমি চাষাবাদ করে আসছেন। দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মৃত্যু রহিম উদ্দীন আকন্দর পুত্র মজিবর রহমানের নেতৃত্বে একই গ্রামের মৃত রহিম উদ্দীন এর পুত্র মোঃ হাসেন আলী খট্টু, মোঃ জামিল, মোঃ রুম্মন, হবিবর রহমান, মোঃ ওহাব, মেহেদী হাসান বাবু গংরা দলবদ্ধ হয়ে জমিজমার বিরোধকে কেন্দ্র করে রাস্তায় আটক করে লাঠিশোটা দিয়ে মোস্তাকিন আকন্দ ও স্ত্রী কে হত্যার উদ্দ্যেশে মারপিট করে।
আহত মোস্তাকিন আকন্দ জানান, দীর্ঘ ৪০ বছর ধরে এই ১২ শতক জমি আমি চাষাবাদ করে আসছি। জমিজমার বিষয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। এর পরেও প্রতিপক্ষরা জোর করে আমাকে মেরে জমি দখল করার চেষ্ঠা করছে। সুস্থ হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান মোস্তাকিন আকন্দ।
মন্তব্য