সব
বাগেরহাটে মুখে টর্চের আলো ফেলায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, আটক ১
বাগেরহাটের কচুয়ায় টর্চ লাইটের আলো মুখে ফেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মারা গেছেন এক রাজমিস্ত্রি। এ ঘটনায় একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রোববার রাত সাড়ে ৭টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম।
আরও পড়ুন : রেজা-নুরের বাহাস ‘রাজনৈতিক কৌতুক’ : তথ্যমন্ত্রী
নিহত মোল্লা আনোয়ার হোসেন (৩৬) পেশায় রাজমিস্ত্রি। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার মাঠ রাঢ়িপাড়া গ্রামের মৃত মোল্লা সোহরাব হোসেনের ছেলে। হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে আব্বাস শেখকে (৪০) পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আব্বাস কচুয়া উপজেলার পার্শ্ববর্তী চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রোববার রাতে স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে হেঁটে আনোয়ার হোসেন টর্চলাইট নিয়ে বাড়ি ফিরছিলেন। “এ সময় বিপরীত দিক থেকে সাইকেলে আসা আব্বাস শেখের মুখে আনোয়ার টর্চলাইটের আলো ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে আব্বাস তার কাছে থাকা ছুরি দিয়ে আনোয়ারের বুকে আঘাত করেন।”
আনোয়ারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আব্বাসকে ধরে ফেলে এবং আনোয়ারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস শেখকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় সোমবার সকালে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য