সব
বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
নোয়াখালী জেলার মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ১১ দিকে নোয়াখালী পৌরসভার গুপ্তাংকের বালিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। কি কারণে এই হত্যাকাণ্ড এখনো জানতে পারিনি পুলিশ।
আরও পড়ুন : কুষ্টিয়ার গড়াই নদীতে নিখোঁজ তানভীরের মরদেহ উদ্ধার
নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ফজলে আজিম কচির স্ত্রী নুরনাহার বেগম (৪৫) ও নিয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।
জানা যায়, ফজলে আজিম কচি মিয়ার নিজ বাসার দ্বিতীয় তলায় নুরনাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে বাসায় ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা স্থলেই মারা যান নুরনাহার বেগম এবং প্রিয়ন্তীকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন জানান, এই ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মন্তব্য