সব
বিকল ইঞ্জিন নিয়ে সমুদ্রে পর্যটন বিমান অবতরণ করলেন পাইলট
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর রবিবার একজন পাইলট তার পর্যটন বিমানটি নিয়ে দক্ষিণ ফ্রান্সের উপকূলের পানিতে অবতরণ করেন। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা এ তথ্য জানিয়ে বলেছেন, সব যাত্রী অক্ষত আছেন।
সেসনা-১৭৭ বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে ফ্রান্সের ফ্রেজুসের ভূমধ্যসাগরীয় রিসোর্টের কাছে উপকূলে এক হাজার ৯৬৮ ফুট উঁচু থেকে অবতরণ করেছে। সৈকতে অনেক মানুষ থাকায় পাইলট সৈকত এড়িয়ে স্থানটি বেছে নেন বলে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে। খবর এএফপির।
আরও পড়ুন : রাশিয়ায় ঝড়ে নিহত ৯
একজন মুখপাত্র বলেছেন, এভাবে অবতরণের জন্য প্রচুর প্রযুক্তিগত দক্ষতা ও কিছুটা ভাগ্যের প্রয়োজন।
অগ্নিনির্বাপক কর্মীরা দুই নারী ও এক পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। তারা অবতরণের পর বিমান থেকে বের হতে সক্ষম হয়েছিলেন। অবতরণের পর বিমানটি ডুবে যায়, যদিও এখন পর্যন্ত সমুদ্রে কোনো দূষণ ধরা পড়েনি।
মন্তব্য