সব
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, স্কুল ছাত্রীর অনশন
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে নবম শ্রেণীর এক ছাত্রী ২ দিন ধরে অনশন করছে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সৈকত উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।
আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
জানা যায়, অভিযোগ সৈকত ওই ছাত্রের বান্ধবীর বড় ভাই। প্রাইভেট পড়তে যাওয়ার সুবাদে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়া তে গিয়ে শারীরিক সম্পর্কের জড়ায় সৈকত। পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান অনশন করে ছাত্রী।
এ বিষয়ে সৈকতের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এই ঘটনাটি শুনেছি, বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।
মন্তব্য