সব
ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকার একটি ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন : প্রধান শিক্ষককে মারধর করায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
জানা যায়, ভোরে বিকট শব্দে এলাকার লোকজনের ঘুম ভাঙে। তারা বের হয়ে এসে দেখতে পান ছোট আঁচড়া সড়কের পাশে অবস্থিত মার্কেটে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের মধ্যে আগুন জ্বলছে। অফিসের শার্টার উড়ে গেছে, মার্কেটের দেয়ালের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেট মালিক জানান, ‘স্থানীয় মালিপোতা বৃত্তি আঁচড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য আমার মার্কেটে অফিস ভাড়া নেন। বোমা বিস্ফোরণে ফাটল দেখা দিয়েছে মার্কেটের দেয়ালে। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। বোমার আগুনে অফিসে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ভোরের দিকে ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আলিফ ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। লিটনকে আটকের জন্য অভিযান চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য জানা যাবে।
মন্তব্য