সব
ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে: কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত কোনো সিদ্ধান্ত নেই। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
তিনি বলেন, ব্যাংক একীভূতকরণের বিষয়ে নতুন করে চিন্তা করবে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত কোনো সিদ্ধান্ত নেই। আগামীতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
টাকা-রুপি লেনদেন চলছে জানিয়ে তিনি বলেন, মুদ্রা বিনিময় আগের মতো চলছে। তবে সফল লেনদেন হয়নি।
এছাড়া আপাতত খেলাপি আদায়ে জোর দেয়ার চেয়ে খেলাপির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি বলেন, ডলার নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন : আমি আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম : আমির হামজা
গত বছরের এপ্রিলে ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল (খারাপ অবস্থা) থাকা ব্যাংকগুলো নিজ থেকে একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। এর আগে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা সই করতে হবে। এরপর আমানতকারী, পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের সার্বিক আর্থিক চিত্র বের করবে। সবশেষ আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে।
এতে কোনো ব্যাংক মূলধন ও তারল্য ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি এবং আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপের কারণে পিসিএ ফ্রেমওয়ার্কের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মানতে হবে। পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে আমানতকারীর স্বার্থে ব্যাংক বাধ্যতামূলক একীভূতকরণ হবে। একীভূতকরণ প্রক্রিয়া সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে ব্যাংকের অনুসরণের এ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য