সব
ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ হাওড়া জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
অসাম্প্রদায়িক চেতনা প্রবুদ্ধ ও ভারত-বাংলাদেশ সীমানাবিহীন সংস্কৃতি বন্ধনের লক্ষ্যে গঠিত ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির আওতাধীন নব-গঠিত হাওড়া জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ ডিসেম্বর ভারতের পশ্বিমবঙ্গের হাওড়া ময়দান অঞ্চলের একটি কনফারেন্স রুমে বিকেল ৫ টায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোমনাথ সান্যাল, অর্থ বিষয়ক সম্পাদক রাজরূপা দত্ত এবং সাংবাদিক জিল্লুর রহমান। পরিচিত সভায় সংগঠনকে গতিশীল করতে হাওড়া জেলার প্রতিটি ব্লকে কমিটি গঠন ও সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কর্মসূচী গ্রহণ করেন হাওড়া জেলা কমিটি। পরিচিতি সভার সভাপতিত্ব করেন হাওড়া জেলা কমিটির সভাপতি সলিল দাস। এসময় কমিটির সহ-সভাপতি সুব্রত সামন্ত, রাজেশ জয়সওয়াল, অজান্তা ঘোষ, সুব্রত সাউ, অপর্না বোস (প্রাক্তন পুরমাতা), দেবাশিস বোস (সমাজসেবী) প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দেশের জনগণের, বিশেষ করে যুব ও তরুণ সমাজের মধ্যে জঙ্গিবাদ, ধর্মীয় অপপ্রচার সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ও দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষায় প্রবুদ্ধ করতে সচেতনতা সৃষ্টি করা ও অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার উদ্দেশ্যে এই সংগঠন কাজ করে চলেছেন।
আরও পড়ুন : দীর্ঘদিন স্মার্টওয়াচ ভালো রাখার ৫ কৌশল
Time News FB Page
মন্তব্য