সব
মাছের বদলে জেলের জালে ধরা পড়ল কুমির
বরিশালে নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে । বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর সংলগ্ন জয়ন্তী নদী থেকে কুমিরটি আবুল হোসেন তালুকদার নামের এক জেলে জালে ধরা পড়ে । আজ সোমবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন : টমেটো বিক্রি করে কোটিপতি কৃষক
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও জাল ফেলা হয় নদীতে। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটিতে একটি বিশাল আকারের কুমির ধরা পড়ে।
কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে স্থানীয় মেম্বারকে সংবাদ দেওয়া হয়। এরপর উৎসুক জনতা ভিড় করে কুমিরটেকে দেখতে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, কুমিরের বিষয়টি জানার পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হয়েছে। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন সংরক্ষণ করার জন্য।
মন্তব্য