সব
মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনা নিহত ১০
আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার সেলানগরের এলমিনা শহরে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলা হয়েছে, বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে। এতে সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।
এ সময় তিনি আরও বলেন, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনো জরুরি কল করেননি।
আরও পড়ুন : পর্নোগ্রাফি মামলায় যুবকের ৫ বছরের জেল জরিমানা
Time news FB Link
মন্তব্য