সব
ফাইনাল নিয়ে ‘চাপ’ নেই, শান্ত মেসি
ইউরোপ কাঁপিয়ে এবার মার্কিন লীগে দাপট দেখাচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি ফ্রান্সের পিএসজি থেকে চলে যান আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে।
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন প্রাণ লেগেছে। এরই মধ্যে তিন ম্যাচে তিনি করেছেন পাঁচটি গোল। তার ফুটবল যাদুতে মুগ্ধ আমেরিকা।
আরও পড়ুন : ফোনের যে অ্যাপ চুরি করছে ব্যাংকের টাকা
ক্রিস্টিয়ান নামের কলম্বিয়ান এক নাগরিক স্টেডিয়ামে এলাকায় ক্লিনার এর কাজ করছিলেন। চুক্তি অনুযায়ী সেদিনই ছিল তার চাকরিতে প্রথম দিন। কিন্তু কে জানত সেটি তার শেষ দিনও হতে যাচ্ছে। সেখানে মেসিকে দেখেই তার পেশাদার চরিত্র ধরে রাখতে পারেননি। আবেগে ভেসে গিয়ে ডাক দিয়ে বসেন মেসিকে।
মেসি ও তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসে অটোগ্রাফ দিয়েছেন পড়নে থাকা আর্জেন্টিনার জার্সিতে।
তবে এ ঘটনার প্রতিক্রিয়া ক্রিস্টিয়ান এর জন্য ভালো কিছু বয়ে আনেনি। পরবর্তী সময় কি হয়েছিল তা জানিয়ে এই কলম্বিয়ার নাগরিক বলেছেন তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে এলেন । তারা আমাকে বাইরে নিয়ে গেলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন।
Time news FB Link
মন্তব্য