সব
নিহত মো. রোমান
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জে যুবক খুন এর ঘটনায় বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মো. রোমান (৩৬) ওরফে ক্যাপ রোমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়ালবাড়িঘাট এলাকার আদু মিয়ার ছেলে৷ এ ঘটনায় চারজনকে আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ৷
আরও পড়ুন : ইমরান খানের গেম ওভার : মরিয়ম নওয়াজ
পুলিশ জানায়, পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে৷ এর আগেও রোমানের সঙ্গে অন্য একটি পক্ষের মারামারি হয়েছে৷ গত বৃহস্পতিবার প্রতিপক্ষের চারজনকে মারধর করে তাদের মোবাইল ফোন রেখে দেন রোমান ও তার লোকজন৷ এ নিয়ে শুক্রবার রোমান ও তার লোকেরা ওই পক্ষটির সঙ্গে সংঘর্ষ জড়ান। এ সময় রোমানকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে প্রতিপক্ষের লোকজন৷ পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
নিহত রোমান ও অপর পক্ষের অনিকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে থানায় মামলা আছে৷ দু’পক্ষই স্থানীয়ভাবে আধিপত্য ধরে রাখতে চায়৷ এ নিয়েই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আবু বকর৷
মন্তব্য