সব
রাঁধুনির চরিত্রে হুমা কুরেশি
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি এবার এক রাঁধুনির চরিত্রে। তবে যে সে রাঁধুনি নয়, হুমাকে দেখা যাবে তারকা শেফ তরলা দলাল-এর চরিত্রে। সাধারণ এক গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন তারকা শেফ। পদ্মশ্রীর মতো পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছিল। তার লেখা রান্নার বই দারুণ জনপ্রিয়। এই তরলার জীবন নিয়ে নির্মিত ছবিতেই অভিনয় করতে চলেছেন হুমা।‘তরলা’ ছবিতে হুমা কুরেশির প্রথম লুক প্রকাশ্যে আসতেই সবাই চমকে গিয়েছিলেন। চোখে চশমা, বব কাট চুল, একটু ভারী চেহারা—সব মিলিয়ে পর্দায় ‘তরলা’ হয়ে উঠেছেন হুমা।
আরও পড়ুন : পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রের প্রাণ নিল পিকআপ
গত শুক্রবার মুম্বাইয়ের একটি শপিংমলের অডিটরিয়ামে অত্যন্ত ধুমধামের সঙ্গে ‘তরলা’ ছবির ট্রেলার মুক্তি পেল। আর এর সঙ্গে এক রঙিন খাদ্যমেলারও আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরলা দলালের উচ্চাভিলাষী মনোভাব আর অজানাকে জানার প্রতি তার তীব্র আকর্ষণ, সেসব দর্শককে অনুপ্রাণিত করবে যারা জীবনে উল্লেখযোগ্য কিছু করতে চান। আর তিনি সেই সব মানুষের পথপ্রদর্শক হয়ে উঠবেন। তরলা আমাকে কৈশোরের স্মৃতি রোমন্থনেও সাহায্য করেছেন। আমার মায়ের সঙ্গে বসে তার রান্নার অনুষ্ঠান দেখে বড় হয়েছি। আর তার রান্নার বই থেকে কিছু পদ বানানো আমি শিখেছি।’
তরলা দলালের চিন্তাভাবনা আর সংগ্রামকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে কোনো রকম খামতি ছিল না বলে জানালেন হুমা। তার বিশ্বাস, পর্দায় তরলার ব্যক্তিত্ব যথাযথভাবে তুলে ধরতে সফল হয়েছেন তিনি। পীযূষ গুপ্তা পরিচালিত ছবিটিতে তরলার স্বামী নলিন দলালের চরিত্রে অভিনয় করছেন শারিব হাসমি। বায়োপিকটি ৭ জুলাই জি-ফাইভে মুক্তি পাবে।
মন্তব্য