সব
শাকিবকে নিয়ে যা বললেন অপু
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে নায়ক শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন- শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক স্বাভাবিক কিনা। এবার সেই বিষয়ে খোলাসা করলেন অপু বিশ্বাস। বললেন, ‘আমরা পারিবারিক সম্পর্কে আছি। তবে ব্যক্তিজীবন নিয়ে আমি কিছুই বলতে চাই না।’
আরও পড়ুন : বিপাকে পপতারকা ব্রিটনি
এসময় শাকিব খান সম্পর্কে অপু বলেন, আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী তিনি। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে ‘প্রিয়তমা’ সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারো পক্ষে সম্ভব না।
মন্তব্য