সব
শাকিব খানের সিনেমায় অরিজিৎ সিং
শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। তিনি বলেছিলেন, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’
আরও পুড়ন : বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন নেহা
শনিবার এক ফেসবুক পোস্টে মামুন স্পষ্ট করলেন তার আসন্ন সিনেমায় গান গাইতে চলেছেন ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। এই নির্মাতা লেখেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’।
কোন ছবির গান তা স্পষ্টভাবে না লিখলেও এই মুহূর্তে মামুন শাকিবকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি তৈরি করেছেন। সদ্যই আনুষ্ঠানিকভাবে সে কথা জানিয়েছেন তিনি।
অনন্য মামুনের সেই পোস্টে এক শাকিবভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন কবে থেকে শুরু হবে সিনেমার শুটিং? তার জবাবে এই নির্মাতা জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর থেকে।
বর্তমানে ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’র শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করব।
জানা গেছে, এই সিনেমার জন্য ইতোমধ্যেই বলিউডের নেহা শর্মা ও রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা চলছে। তাদের কাউকে জুটি বাধতে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে।
মন্তব্য