সব
ফাইল ফটো
দিন দিন দাম বাড়ছে সবকিছুর। সবজির বাজারে ৭০ টাকার নিচে নেই সবজি অথচ আয় থমকে আছে আগের জায়গাতেই। আয় ব্যয়ের হিসেব মিলিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন অনেকে। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কয়েক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কয়েকগুন। মাছ-মাংস-মশলার পাশাপাশি স্বস্তি নেই সবজির বাজারেও, ৭০ টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে।
আরও পড়ুন : ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেক নেতার মৃত্যু
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, বেগুন ৭০-৮০, ঝিঙে ৭০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৭০-৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো কেজি ৬০-৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, জালি কুমড়ার পিস ৬০ টাকাএবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
শাক-সবজির এমন ঊর্ধ্বধমুখী প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
এদিকে হঠাৎ সবজির এমন বাড়তি দাম সম্পর্কে মহাখালী কাঁচা বাজারে বিক্রেতা আনাস বলেন, অতিরিক্ত গরমে সবজির সরবরাহ কম। অনেক ধরনের সবজির মৌসুম এখন শেষের দিকে। ফলে সেসব সবজির দাম বাড়তি। বৃষ্টি নেই বললেই চলে, অতিরিক্ত গরম, যে কারণে সবজি কম ফলছে। চাহিদার তুলনায় পণ্য ঢাকায় কম আসায় কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি। যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
Time News 24 bd Facebook Page Link
সূত্র : বিডি প্রতিদিন
মন্তব্য