সব
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমকে নৃশংশভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
আরও পড়ুন : সিরাজগঞ্জে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আজ শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, বাংলাভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হিরক গুন ও কালের কন্ঠ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা অবিলম্বে গোলাম রব্বানি নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল হত্যাকারি ও ইন্ধনদাতাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মন্তব্য