সব
সিরাজগঞ্জে আয়শা রশিদ বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
(বুধবার) সকালে ৯ আগস্ট বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মাধ্যমিক) উদয় কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আশরাফুল ইসলাম।
আরও পড়ুন : বিএনপি নেতাদের মুখে আইনের কথা, গনতন্ত্রের কথা, মানবতার কথা মানাই না : হানিফ
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিচালক প্রশাসন ও শৃংখলা গাজী ফজলুল মতিন মুক্ত, পরিচালক ফেরদৌস রবিন, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,অধ্যক্ষ আমিনা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মওলা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত গীতাপাঠ করা হয়। এরপর ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রী দের ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য চলতি বছর অত্র প্রতিষ্ঠান থেকে ৪৯ পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ ৫ পেয়েছে। ৭ জন পেয়েছে গোল্ডেন জিপিএ।
মন্তব্য