সব
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন
সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সার ও বীজ বিতরন করা হয়। ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ ২৩-২৪ মৌসুমে রোপা আমন ও ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি।
আরও পুড়ন : বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, স্কুলছাত্রীর অনশন
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩৬০ জন কৃষককে প্রতিজনকে প্রণোদনার আওতায় বিনামূল্যে ৫ কেজি রাসায়নিক সার ও ২০ কেজি বীজ প্রদান করা হয়।
মন্তব্য