সব
সিরাজগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বিজয় কুমার (২১) নামের এক যুবক। শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশ শনিবার (১৫ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে।
আত্মহননকারী বিজয় কুমার উপজেলার ঘুড়কা ইউনিয়নের সুতার পাড়া গ্রামের বিশ্বনাথ সূত্রধরের ছেলে।
আরও পড়ুন : সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
পারিবারিকসূত্রে জানাযায়, গত কয়েক দিন ধরে বাবা-মাকে মোটরসাইকেল কিনে দেয়ার কথা বলে আসছিল। বিষয়টি নিয়ে বাবা-মায়ের সাথে কথা-কাটাকাটিও হয়।
নিহত বিজয় কুমার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ার সাথে বিদ্যুৎতের তার গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য