সব
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও বিপরীতমুখী ধাক্কায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের রায়গঞ্জের নকলা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : কুষ্টিয়ায় কেবল বিচ্ছিন্ন ও আর্থিক ক্ষতির প্রতিবাদসহ প্রতিকার দাবিতে সংবাদ সম্মেলন
নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর উপজেলার ফজল খান রোড এলাকার রিপন শেখের স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার ছেলে সাত মাস বয়সী নেহাল শেখ। নিহত আরেকজনের নাম পারি পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবি জানান, যাত্রী ভাই একটি অটোরিক্সা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল এই সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় সিএনজির অন্য যাত্রীদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। তার কিছুক্ষণ পর অপর একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সাটি জব্দ করে খানা হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য