সব
সিলেটে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সন্ধাগাও নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিকে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন : জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন, ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, আজ সকালের দিকে সিলেট থেকে ভোলাগঞ্জ গামী একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেট গামী সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় দুটি যানবাহনে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও দুইজন আহত হন। নিহত ৬ জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানাতে চেষ্টা চলছে।
মন্তব্য