সব
আইনগত ব্যবস্থা নিবে সুনেরাহ
চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীদের সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় চলচ্চিত্র করা এখন গরম ।
গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্রও ভিডিও প্রকাশ করা হয়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও দেখা যায় । রাজের সঙ্গে সুনেরাহর কিছু আলাপচারিতা চলছে। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হইছে সমালোচনা।
আরও পড়ুন : টলিপাড়ায় নতুন গুঞ্জন : শাকিবের সঙ্গে কাজ করবেন দর্শনা
এ বিষয়ে সুনেরাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বলেন, আমি ১০ বছরের বেশি সময় ধরে শরিফুল রাজকে চিনি । সে আমার ভালো বন্ধু । আমরা জানি, ভালো বন্ধুদের মধ্যে কিভাবে কথাবার্তা হয়। কিন্তু একমাত্র সমস্যা, সে ছেলে আর আমি নেই। সুনেরাহ তার ফেসবুকে লিখেছেন, রাজের বিয়ে করার পর তার সঙ্গে এখন আর তেমন যোগাযোগ নেই । আর যেটা ছড়িয়েছে সেটা আমাদের ড়াবিংয়ের দিন। সেদিন আমরা ছবি তুলেছিলাম।
সুনেরাহর কিছু ফ্রেমবন্দী শোবো ভাইরাল হয়েছে। সেগুলো ন ডরাই সিনেমার গ্রিসের ছবি হলে ফেসবুক পোস্টে জানান এই অভিনেত্রী। সুনেরাহ আরো লিখেছেন, যারা এই ঘটনাগুলো অনলাইনে ছড়াচ্ছেন এবং আমাকে হয়রানি করছেন তাদের সবাই বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেবো।
মন্তব্য