সব
সুন্দরগঞ্জে শিক্ষকের কাছে চাঁদাদাবি বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের কাছে চাঁদাদাবির অভিযোগে করা মামলায় এ.কে.এম শামসুল হক নামে এক সাংবাদিকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে অপসাংবাদিকতা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করেন এলাকাবাসী।
আজ (রবিবার, ১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ধোপাডাঙ্গা ইউনিয়নবাসী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
আরও পড়ুন : ৪ দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার শ্রমিকদের বিক্ষোভ
এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শামসুল হক বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে এবং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং অপসাংবাদিকতা করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শামসুল হক অপসাংবাদিকতার মাধ্যমে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন। অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এ কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আহসান হাবিব চান মিয়া, গৃহবধূ সুফিয়া কামাল, স্থানীয় মসজিদের ইমাম ও বিএনপি নেতা লুৎফর রহমান প্রমুখ।
মন্তব্য