সব
স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান স্বামীর
স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এক যুবকের । প্রতিশোধ নিতে ওই যুবকের গলা কেটে রক্ত পান করলেন স্বামী। শুধু তাই নয়, বন্ধুকে দিয়ে নৃশংস ওই ঘটনার ভিডিও তুলে রাখেন ওই ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের চিকবল্লাপুর জেলায় ।
আরও পড়ুন : পুতিনের ক্ষমতা নড়বড়ে হয়ে পড়েছে?
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, কর্নাটকের চিকবল্লাপুর জেলার চিন্তামণি তালুকে বিজয় নামের এক ব্যক্তি মরেশ নামের ব্যক্তির গলার এক অংশ কেটে ফেলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ঐ ব্যক্তি। তার উপর ঝাপিয়ে পড়ে রক্ত খেতে দেখা যায় বিজয় নামের ওই ব্যক্তিকে। যদিও এই ভিডিওটি সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ জুন বিজয় তার বন্ধু জনকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান। সেখানে দেখে পাঠান মরেশকে। বিজয় যখন রমেশের রক্ত খেতে ব্যস্ত, সেই সময় গোটা ঘটনার ভিডিও করেন জন। তবে গলায় আঘাত পেলেও প্রাণে বেঁচে গেছেন পরকীয়া প্রেমে অভিযুক্ত ওই যুবক। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য