সব
‘হার্ট স্টোন’ ট্রেলাওে আলিয়ার চমক
১১ বছর আগে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে বলিউডে অভিষেক আলিয়া ভাটের। তার পর গত এক দশক ধরে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন মহেশকন্যা। ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো ছবির পাশাপাশি ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। বলিউডের পর হলিউডে পা রেখেছেন অভিনেত্রী।
আরও পুড়ন: ‘প্রিয়তমা’র টিজারে শাকিব ঝড়
চলতি বছরের ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। সিনেমায় গাল গ্যাদোত, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে।
সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক। প্রায় তিন মিনিটের ট্রেলার শুরুর কিছুক্ষণ পর থেকে পাওয়া যায় আলিয়াকে।
এই সিনেমার কাজটি তার জন্য বিশেষ ছিল, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং শুরু করেছিলেন আলিয়া। টম হার্পার পরিচালিত ‘হার্ট অব স্টোন’র গল্প এগিয়েছে অভিনেত্রী গল গ্যাদোতের চরিত্র ঘিরে। গ্যাদোত সিনেমায় একজন সিআইএ এজেন্ট হয়ে ‘দ্য হার্ট’ নামের রহস্যময় এবং বিপজ্জনক একটি মিশনে আছেন। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোয়েডার।
মন্তব্য