সব
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন চুরান্তের দিকে এগিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন চুরান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের ১৭ জন নেতাকর্মী মারা গেছেন। ঐক্য আন্দোলন চালিয়ে যেতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।
আরও পড়ুন : বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে : মাহাবুবউল আলম হানিফ
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনভিত্তিক বই মেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে দলটি।
জিয়াউর ও বিএনপির নেতারা যে কাজকর্ম করে থাকে সেটা নিয়ে একটা মিউজিয়াম করার বিষয় ভাবনা আছে যা নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলে শেষ করা যাবে না।
তিনি বলেন, জিয়াউর রহমান সত্যিই দেশের অগ্রদূত হয়ে জন্ম নিয়েছিলেন। যখনই ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তিনি মানুষের হয়ে বেরিয়ে এসেছেন। জাতি যখন দিক হারিয়ে ফেলেছেন, তখনই তিনি মানুষের জন্য অগ্র-নায়ক হয়ে এসেছেন। সেটা হলো ৭৫ পরবর্তী সময়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মোমেন, মোঃ শাজাহান ওমর বীর উত্তম, প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্তব্য