সব
কুষ্টিয়ায় রেণউইক যজ্ঞেশ্বর এন্ড কোং বিডি লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ইনস্টাগ্রাম রিলস ভিডিও র্যাঙ্কিং করে যেভাবে
আজ বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রেণউইক কোম্পানির মেইনগেটে রেণউইক যজ্ঞেশ্বর এন্ড কোং বিডি লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকতার্ কল্যান সমিতির ব্যানারে অনুষ্ঠিত উক্ত কর্মসুচিতে বর্তমান ও অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, আমরা আমাদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি।
তাই অবিলম্বে অতিদ্রুত সরকার আমাদের পাওনা গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার অর্থ প্রদান না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা। অন্যদিকে একই দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কমকর্তা কল্যান সমিতি।
মন্তব্য