সব
বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বগুড়ার ধুনটে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। নিহতের নাম আকুল শেখ (৩০)। এসময় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার (৬ জুন) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আকুল শেখ ওই গ্রামের মোহাজ্জেল শেখের ছেলে।
আরও পড়ুন : গরমে মাথা ঘুরে পড়ে গেল পরীক্ষার্থী
আহতরা হলেন- আকুল শেখের বাবা মোহাজ্জেল শেখ (৪৬), তার স্ত্রী পারুল খাতুন (২২) ও মৃত আজাহার আলীর স্ত্রী ফাতেমা বেওয়া (৬০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘণ্টার পর প্রধান আসামি মনির হোসেন মোনেজ (২৩) নামের এক খামারিকে শেরপুর উপজেলার চান্দাইকোনা বিশ্বরোডের বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। মনির হোসেন মোনেজ শিমুলকান্দি গুচ্ছ গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফাতেমার রান্না ঘরের চুলার ধোঁয়া মনিরের মুরগির খামারে গিয়ে লাগে। এতে মনির হোসেন ক্ষুব্ধ হয়ে বিধবা ফাতেমাকে মারধর করেন। এ সময় আকুল শেখ প্রতিবেশী মনিরের বাড়িতে গিয়ে ওই বৃদ্ধাকে মারপিটের প্রতিবাদ করে। তখন মনির ও তার লোকজন হামলা চালিয়ে দেশিয় তৈরি অস্ত্র দিয়ে কুপিয়ে আকুলকে হত্যা করে।
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটক মনির হোসেন মোনেজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য