সব
নিহতদের পরিবার
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারায় সড়কে ৬ ভাই নিহতের ঘটনায় পিকআপ ভ্যানচালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন । বিষয়টি নিশ্চিত করেছেন, পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
আরও পড়ুন : বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং ক্রনি ক্যাপিটালিজম
তিনি আরো জানান, গত বছরের ৮ ই ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রদ্ধা উপলক্ষে নয় ভাই বোন শ্মশানে পূজা দিয়ে আসার সময় পিকআপ ভ্যানের ঢাকায় পাঁচ ভাই নিহত হন। পরে আর এক ভাই রক্তিম শীল বাইশে ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। ঘটনার চার দিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক সাইদুল ইসলামকে আটক করে র্যাব।
মামলাটি অত্যন্ত চাঞ্চল্য করা হওয়ায় দ্রুত বিচারক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো।
মন্তব্য