সব
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হাসান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জিসান হোসেন যশোর সদর উপজেলার বানিয়াড়ি গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।
আরও পুড়ন: মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে : প্রধানমন্ত্রী
জানা যায়, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ির কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে আসেন শিশু জিসান। আজ সকালে জাম খেয়ে একটি পুকুরে গোসল করতে নামে জিসান। স্থানীয়রা জিসানের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, শিশু জিসানের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ।
মন্তব্য