সব
সাড়া জাগানো ‘থ্রেডস’ অ্যাপে যুক্ত হবেন যেভাবে
টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডস’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপ এনেছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এরই মধ্যে এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
থ্রেডস অ্যাপটি লঞ্চের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তিন কোটির বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। মেটা এই অ্যাপটিকে ইনস্টাগ্রামের এক্সটেনশন হিসেবেই নিয়ে এসেছে। এর ফিচারগুলোর অনেকাংশেই মিল রয়েছে টুইটারের সঙ্গে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের থ্রেডসের প্রতি আকৃষ্ট করতে প্রথম থেকেই স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন মেহজাবিন
নতুন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে এক নজরে দেখে নেওয়া যাক মেটা থ্রেডস অ্যাপের সাইন আপ পদ্ধতি।
সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে’Threads an Instagram app’। তার পর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘Log in with Instagram’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
thereds প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন, যার জন্য ‘Import from Instagram’ ‘ বাটনে ট্যাপ করতে হবে।
আরেকটি আপনি ম্যানুয়ালি নিজের বায়ো, লিংক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এসব হয়ে গেলে ‘ঘবীঃ’ বাটনে ক্লিক করতে হবে।
এবার পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তা হলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসাবে প্রোফাইল প্রাইভেট থাকবে।
ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন, তাদের এই অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।
সব কাজ হয়ে গেলে ‘ঔড়রহ ঞযৎবধফং’ অপশনে ট্যাপ করতে হবে। এই অ্যাপ সব ইউজারের জন্য সম্পূর্ণ ফ্রি।
টুইটারে যেমন টুইট বলা হয়, তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন ‘ঘবি ঞযৎবধফ’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। টেক্সট, ছবি ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন থ্রেডস অ্যাপে।
সূত্র : এনএনবি
Time news FB Link
মন্তব্য