সব
মুক্তির আগে শাহরুখের ‘ডানকি’ বাজিমাত
মুক্তির আগেই বাজিমাত করেছে ‘থ্রি-ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ খ্যাত নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমা। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ অভিনীত সিনেমাটির ডিজিটাল রাইটস (ডিজিটাল স্বত্ব) রেকর্ড দামে কিনে নিয়েছে ভারতের নতুন ওটিটি প্লাটফর্ম জিও সিনেমা।
আরও পড়ুন : শঙ্কায় শ্রীদেবী কন্যা জাহ্নভীর ক্যারিয়ার
এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র তাদের জানিয়েছে জিও সিনেমা ১৫৫ কোটিতে ডিজিটাল রাইটস কিনেছে; যা ভারতীয় সিনেমার ইতিহাসে একক ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। জিও সিনেমা মনে করছে, এই চুক্তি নেটফ্লিক্সের সাথে তাদের প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখবে। ‘ডানকি’ সিনেমায় কিং খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশি ও কণিকা ধীলন। সিনেমাটির সহ-প্রযোজনা সংস্থা জিও স্টুডিয়োস ও রাজকুমার হিরানি ফিল্মস। প্রথম বার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান।
সূত্র: বলিউড হাঙ্গামা
Time news FB Link
মন্তব্য