সব
কার ওপর ক্ষুব্ধ পরীমণি
পরিবার নিয়ে এমনিতেই মন খারাপ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরী মণির। ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতাল-বাসা ছোটাছুটির মধ্যেই আছেন। শুক্রবার (১৪ জুলাই) রাতে ছেলের হাতে ক্যানোলা করা ছবি পোস্ট করে ফেসবুকে এক আবেগঘন পোস্ট করেন।
আরও পড়ুন : গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলবেন যেভাবে
আবারও ফেসবুকে লিখলেন নায়িকা। তবে এবার সন্তানকে নিয়ে মায়েদের প্রতি অভিযোগের জবাবে ক্ষোভ উগরে দিলেন পরী মণি। তিনি লেখেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম (নিন্দা) করেন, প্রকৃতপক্ষে তাদের নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন (প্রশংসা) তো নেই-ই, শুধুমাত্র ফ্রাস্ট্রেশন (হতাশা) ছাড়া। এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়।
তিনি আরো লেখেন, কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এইসব বলদামি কথাবার্তা জাস্ট নেয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে (বলছে) ‘এত মানুষ থাইকা কী লাভ বাচ্চার যদি জ্বর ই আসে। কী করতে মন চায় এখন?
মন্তব্য