সব
খরচ বাঁচাতে গণবিয়ে আফগানিস্তানে
আফগানিস্তানে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে খরচ বাঁচাতে গণবিয়ের আয়োজন করা হয়েছে। সোমবার রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বিয়ে পড়ানো হয়েছে ৫০ জোড়া বর-কনের। বিয়ে উপল¶ে কাবুল বিমানবন্দরের কাছে অনুষ্ঠানস্থলে বেশ জমকালো আয়োজন করা হয়। সাজানো হয় গাড়ি। সেখানে উপস্থিত ছিলেন শত শত অতিথি। তবে কোনো নারীকে দেখা যায়নি।
অনুষ্ঠানে সদ্য বিয়ের পিঁড়িতে বসা রুহুল্লাহ রিয়াজি (১৮) বলেন, আফগানিস্তানের ঐতিহ্য মেনে বিয়ে করতে দুই থেকে আড়াই লাখ আফগানির (তিন থেকে চার লাখ টাকা) দরকার পড়ে। এই গণবিয়ের কারণে এক একজনের মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানি খরচ হচ্ছে।
আরও পড়ুন : কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুসতানজীদ নির্বাচন থেকে সড়ে দাড়ালেন
আফগানিস্তানের ঘোর প্রদেশের হাজারা শিয়া স¤প্রদায়ের সদস্য রুহুল্লাহ রিয়াজি। দিনে তার আয় মাত্র ৩৫০ আফগানি। তিনি বলেন, ‘বর ও কনের দুজনের পরিবার থেকে আমরা ৩৫ জনকে নিমন্ত্রণ জানিয়েছি। এককভাবে বিয়ে করতে হলে সংখ্যাটা হতো ৩০০ থেকে ৪০০ জন।’
আজকের এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে সালেব ফাউন্ডেশন নামে একটি সংস্থা। প্রত্যেক নয়া দম্পতিকে অনুদান হিসেবে ১ লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে তারা। শুধু তাই নয়, সংসারজীবন শুরুর জন্য তাদের একটি কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।
বিয়ের এই আয়োজনের অংশ হতে আবেদন করেছিলেন ৬০০ জুটি। নির্বাচিত জুটিদের আজকের দিনের জন্য অপে¶া করতে হয়েছে দীর্ঘ সময়। কাবুলের বাসিন্দা সামিউল্লাহ জামানি (২৩) বলেন, ‘এই দিনের জন্য আমি তিন বছর অপে¶ায় থেকেছি। এখন তাকে (স্ত্রী) দেখার জন্য আর তর সইছে না।’
মন্তব্য