সব
আনসার-ভিডিপি কর্মকর্তা রব্বানী
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজ্ঞ আদালতকে ৪৪ মামলার বিচারকার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদানে সাফল্য অর্জন করেছেন। জানাগেছে গাইবান্ধা বিজ্ঞ আমলী আদালত (সুন্দরগঞ্জ) কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে ৪৪ টি সিআর মামলায় এককভাবে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী।
আরও পড়ুন : কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
তিনি নিজ বিভাগীয় কাজের অতিরিক্ত কাজ হিসাবে এসব মামলা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করে বিজ্ঞ আদালতের বিচার কার্যকে ত্বরান্বিত করায় বিচার কার্যে সক্রিয়ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেন মর্মে আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান প্রত্যয়নপত্র প্রদান করেন। এ পরিসংখ্যান ১ জানুয়ারী ২০২২ থেকে ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত। এর আগে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক উপেন্দ্র চন্দ্র দাস ৪০ টি সিআর মামলা বিষয়ে একই ধরনের প্রত্যয়নপত্র প্রদান করেছেন। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী বলেন বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নিজ বিভাগীয় দায়িত্ব পালন ছাড়াও এ সংক্রান্ত অতিরিক্ত কাজ করেছি। বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে রাষ্ট্র ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। দায়িত্ব পেলে ভবিষ্যতেও এ ধারা অভ্যাহত রাখবো ইনশাল্লাহ।
মন্তব্য