সব
মিরপুরে গরু চোর চক্রের দুই সদস্য হাতেনাতে ধরা
কুষ্টিয়ার মিরপুরে গরু চুরির সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে পৌরসভার নওয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন- একই এলাকার মসলেমের ছেলে রবিউল (৪৫) ও তাসফেরের ছেলে অনিক (২৪)। শুক্রবার সকালে দুই চোর আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে উৎসুক জনতা ভিড় করেন। এসময় চোরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করেন তারা।
আরও পড়ুন : ঝড়, তুফান, বণ্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে : তারেক রহমান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে পৌরসভার নওয়াপাড়া এলাকার সাইফুল নামে এক ব্যক্তির বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেলেন রবিউল ও অনিক সহ চোর চক্রের সদস্যরা। এসময় ওই বাড়ির লোকজন টের পেয়ে চোর চোর বলে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করে পুলিশে দেয়। এসময় অন্য চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। এলাকায় অভিযোগ রয়েছে এই চক্রের সদস্যরা এরআগেও গরু চুরির সঙ্গে জড়িত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আটককৃত চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য