সব
৬ দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
৬ দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মজমপুর গেটে কয়েক ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ করেন তারা।
এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী মানুষ।
পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বলেন , মহামান্য হাইকোর্ট ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। ফলস্বরূপ যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। আর ডিপ্লোমা প্রকৌশলীরা জন্মলগ্ন থেকেই আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান নেয় এবং স্মারক লিপি দেন।
মন্তব্য