সব
সভাপতি হলেন আখতারুজ্জামান আখতার : সাধারণ সম্পাদক পদে নতুন মুখ কাজী রফিক
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের ২০২৫-২০২৮ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনের “নিঃস্বার্থ সেবার অঙ্গিকার”নিয়ে আখতার-আকিল-রফিক পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট বিজয় লাভ করেছে। কার্যকরি সভাপতি ও একটি নির্বাহী সদস্য ছাড়া বাকী ১১টি পদেই জয় পেয়েছে এই পরিষদ।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশন, গ্র“পের ভোটার, আইনশৃংখলা বাহিনী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি আখতারুজ্জামান ১৫৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘ সময় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি শিহাব উদ্দীন পেয়েছেন ৮৬ ভোট। এই পদে ভোটের ব্যবধান ৬৮। যা বাস-মিনিবাস মালিক গ্র“পের নির্বাচনী ইতিহাসে এটাই প্রথম ব্যবধান। সাধারন সম্পাদক পদে সাবেক সহ-সভাপতি কাজী রফিকুর রহমান রফিক বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৩১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সাধারন সম্পাদক হাসান আবুল ফজল সেলিম পেয়েছেন ১০৮ ভোট। এই পদে ব্যবধান ৩৯ ভোট। কার্যকরি সভাপতি পদে বিজয়ী হয়েছেন শিহাব-বাবলু-নুরু সেলিম পরিষদের প্রার্থী সাবেক সাধারন সম্পাদক এস. এম রেজাউল ইসলাম বাবলু। তিনি পেয়েছেন ১২৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সিনিয়র সহ-সভাপতি আকিল আহমেদ পেয়েছেন ১১৩ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসেন ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থী বর্তমান কার্যকরি সভাপতি নুরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সহ-সভাপতি পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুজ্জামান ৮৮ ভোট পেয়েছেন। বর্তমান যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টুকে পরাজিত করে যুগ্ম সাধারন সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হাশেম হাজু। নান্টু পেয়েছেন ১১৫ ভোট। সহকারী সম্পাদক পদে আব্দুল হান্নান ১৬০ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল আহমেদ করিম পেয়েছেন ৭৫ ভোট। ১১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট পেয়েছেন। কাজী জালাল উদ্দীন রুমি ১২৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান অর্থ সম্পাদক এস এম রেজাউল করিম পেয়েছেন ১১৩ ভোট।
নির্বাহী সম্পাদক পদে ১৫০ ভোট কামরুজ্জামান মিন্টু, বিল্লাল হোসেন ১৪১ ভোট, হাফিজুর রহমান ১২৮ ভোট এবং নওশের আলী ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থীদের মধ্যে আইয়ুব আলী ১১৮ ভোট, সিরাজুল ইসলাম ৯৯ ভোট, সালাউদ্দিন সন্টু ৯২ ভোট এবং আতিয়ার রহমান ৯১ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোটার ২৪৯জন এরমধ্যে ভোট প্রদান করেছেন ২৪১ জন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে ৩ টায় শেষ হয়। কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্র“পের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে মজমপুরগেটস্থ সর্বত্র ছিল উৎসব ও আমেজে পরিপুর্ণ। ভোট গ্রহনকে কেন্দ্র করে বাস মালিক ও পরিবারের সদস্যদের মাঝে কুশলাদি বিনিময় ও নিজেদের মাঝে আলাপচারিতায় পুরো পরিবেশ ভিন্ন আঙ্গিকে রুপ নেয়। শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের শৃংখলা বজায় রেখে ভোট গ্রহন কাজে সহযোগিতা করতে দেখা গেছে। সেনাবাহিনীর টহল, র্যাব ও পুলিশের সার্বক্ষনিক অবস্থানে ভোট কেন্দ্র এলাকায় ছিল শান্তিপুর্ন পরিবেশ। নির্বাচন কমিশনার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. মীর সানোয়ার হোসেন। নির্বাচন কমিশনার সদস্য এ্যাড. আমানউল্লাহ নান্টু, এ্যাড. শাহ শফিকুল ইসলাম। কমিশনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. সাফিনাজ আক্তার ও এ্যাড. নাজমুন্নাহার।
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্র“পের বিপুল ভোটে আবারো নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বিজয়ী হওয়ার পর আন্দোলনের বাজারকে বলেন- বিগত সময়ে গ্র“পের স্বার্থ রক্ষায় কাজ করে সমিতির সদস্যদের মন জয় করতে পারায় তারা সঠিক মূল্যায়নে আমার প্যানেলকে বিপুল ভোটে নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শোকর জ্ঞাপন করছি। তিনি শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশন, গ্র“পের সদস্য, আইনশৃংখলা বাহিনী ও মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে সমিতির সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রধান্য দিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে বলেন- সকলের সহযোগিতায় কুষ্টিয়ার পরিবহন সেক্টরের বিরাজমান সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। তিনি পরাজিত প্রার্থীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকালের মানষিকতায় ছিল একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া আর সে লক্ষ্য সকলের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। নব নির্বাচিত কার্যকরি সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু জানান, গ্র“পের সদস্যরা ভোটের মাধ্যমে আমাকে মূল্যায়ন করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। গ্র“পের স্বার্থ রক্ষায় সকলের সাথে ঐক্যবদ্ধ কাজ করে যাবো।
নব নির্বাচিত সাধারন সম্পাদক কাজী রফিকুর রহমান বর্তমানে পবিত্র হজ¦ব্রত পালনে পরিবারসহ সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বিজয়ের খবর শুনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন এবং কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্র“পের কল্যানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে নির্বাচন কমিশনের প্রধান এ্যাড. মীর সানোয়ার হোসেন পরাজিত এবং বিজিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন শেষ করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য