সব
ভগবানের আসনে ধোনি এমন ভিডিও ভাইরাল হয়েছে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে আইপিএল ফাইনাল। গতবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ফাইনালে দর্শক ঠাসা ছিল গুজরাতের সমর্থনে। কিন্তু এবার চিত্রটা আলাদা। কারণ প্রতিপক্ষের নাম চেন্নাই সুপার কিংস। আর প্রতিপক্ষে দলে রয়েছে এমএস ধোনি। তাই ২০২৩-এর ফাইনালে আহমেদাবাদে গুজরাত ফ্যানেদের টেক্কা দিল সিএসকে ফ্যানেরা। মাঠে চেন্নাই সমর্থক বেশি বললেও খুব একটা ভুল হবে না। সকলেই পঞ্চমবার ধোনির হাতে ট্রফি দেখার অপেক্ষায়।
আরও পড়ুন : CSK ও GT ফাইনালে ওঠলে পুরুষাঙ্গই কেটে ফেলব কোহলি সমর্থক
সিএসকের সমর্থকরা তাদের প্রিয় ‘থালা’ অর্থাৎ এমএস ধোনিকে কতটা ভালবাসেন তা নতুন করে বলার কিছু নেই। ফাইনালের আগেও নেট দুনিয়ায় মাহি ফ্যানেদের ঝড়। ফাইনালে ধোনির সাফল্য কামনায় ভগবানের আসনে বসিয়ে চলছে পুজো। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধোনিকে রীতিমত পুজো করতে দেখা যায়। যেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
মন্তব্য