সব
আইএইএ-কে সহযোগিতা স্থগিতের আইন কার্যকর হল ইরানে
জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা স্থগিত রাখার আইন কার্যকর হয়েছে ইরানে।
বুধবার শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের পার্লামেন্টে আইনটি গত সপ্তাহে পাস হয়েছিল।
ইসলামি প্রজাতন্ত্রটিতে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেহরান আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল। জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।
জুনেই আইএইএ-র শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছিল। তার পরদিনেই তেল আবিব ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় তুমুল হামলা চালায়। তাদের ওই হামলা দুই পক্ষের মধ্যে যুদ্ধের সূচনা করে; যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ১২ দিন পর দুই পক্ষ তাতে বিরতি দিতে রাজি হয়।
ইরানে নতুন যে আইন কার্যকর হয়েছে তাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ভবিষ্যত যে কোনো পরিদর্শনে তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগবে।
“এই খবর পেয়েছি আমরা। ইরানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে আইএইএ,” বিবৃতিতে এমনটাই বলেছে পারমাণবিক কর্মসূচি বিষয়ক জাতিসংঘের এই ওয়াচডগ।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তাদের ফোরদো পারমাণবিক স্থাপনার ‘ব্যাপক ও গুরুতর ক্ষয়ক্ষতি’ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।
ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি অকার্যকর’ হয়ে গেছে বলে ডনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক গোয়েন্দা প্রতিবেদনে এ ব্যাপারে সন্দেহ রয়ে গেছে।
ইরান বলেছে, তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ‘বিপজ্জনক’ মাত্রায় পৌঁছালে তিনি ফের দেশটিতে বোমা মারার কথা বিবেচনা করবেন।
মন্তব্য