সব
২৩ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড
২৩ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড ২৪ জনকে যাবজ্জীবন দিয়েছে লিবিয়া। হত্যাকাণ্ড সহ না অপরাধের দায়ে ৩০ আইএস (ইসলামিক স্টেট) জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। এছাড়া আরো ১৪ জনকে যাবজ্জীবন এবং ১৪ জনকে বিভিন্ন মেয়াদের দেওয়া হয়েছে। গতকাল সোমবার এই রায় ঘোষণা করা হয়। দেশটির সরকারি কৌঁসুলি এর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আদালত বেকসুর খালাস দিয়েছে ৫ জনকে। আর বিচার চলা কালিন সময়ে তিনজনের মৃত্যু হয়েছে । লিবিয়ায় ২০১১ সালে গণ-অভ্যুত্থান দেখা দেয় । ওই অভ্যুত্থানে ন্যাটোর সমর্থন ছিলো।
আরও পড়ুন : খুনে মেজাজে চেন্নাইয়ের ৫ শিরোপা জয়
সেই যুগে আইএস এর লিবিয়া শাখা ব্যাপক তৎপর হয়ে ওঠে। তারা ২০১৫ সালে ত্রিপোলির একটি হোটেলে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে । এর আগে আই এফ জঙ্গিরা বেশ কয়েকজন মিশরীয় খ্রিস্টানকে হত্যা ও অপহরণ করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ভিডিওতে ধারণ করে প্রচার করা হয়।
সূত্র : আল জাজিরা
মন্তব্য