
বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। আজ শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্তরে জেলা ।
আরও পড়ুন : চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
যুবদলের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, যুবদলের সভাপতি আল-আমিন কানায়, সাধারন সম্পাদক কামাল উদ্দিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন মাননীয় উচ্চ আদালতের গ্রেফতার না করার নির্দেশ অমান্য করে পুলিশ কর্তৃক জেল ফটক থেকে বারবার মিথ্যা মামলায় আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।