
চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কেনার গাইডলাইন তৈরি করতে কমিটি গঠন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার ভোজ্যতেল লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণ চক্রান্ত তথ্য গঠন করছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে কমিটির আহ্বায়ক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে।
আরও পড়ুন : লিটন পেলেন নতুন ফ্র্যাঞ্চাইজি দল
কমিটির কার্যপরিধিতে বলা হয়-
- ধৈর্য তেল ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ কমিশন কর্তৃক নির্ধারিত মূল্য আন্তর্জাতিক বা দেশীয় অভ্যন্তরীণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পাদন করা যায় কিনা তা পর্যালোচনা করা ।
- পর্যালোচনা পাওয়া ফলাফলের ভিত্তিতে ব্যবসায়িক চাহিদা অনুযায়ী ভোজ্যতেল ক্রয়ের একটি গাইডলাইন প্রণয়ন করা।
- কমিটি ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির প্রয়োজনানুসারে সভা আহ্বান করবে। কমিটি প্রয়োজনানুসারে সদস্য কো-অপ্ট করতে পারবে । বাণিজ্য মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক ক্ষমতা দেবে।