
ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা করলে নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন ওই নারী। গতকাল শুক্রবার রাতে ভালুকা সিডস্টোর এলাকায় এই ঘটনা ঘটে। আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে সিভিস্টোরের একটি ক্লিনিকে নিয়ে যান, তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন : দেশে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত
এ ঘটনায় বাসের চালক হেলপারসহ ও তিনজনকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন, বাস চালক রাকিব (২১), হেল্পার আরিফ (২০) সুপারভাইজার আনন্দ দাশ (১৯)।
পুলিশ জানায়, ওই নারী রিদিশা গার্মেন্টসে কাজ শেষে মিনি বাসে করে মাওনা চৌরাস্তা থেকে ভালুকায় ফিরছিলেন। রাস্তার মধ্যে ভালুকার সিডস্টোর এলাকায় অন্যান্য যাত্রীরা নেমে গেলে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বাস চালক, হেলপার ও সুপারভাইজার। এক পর্যায়ে নিজেকে রক্ষা করতে বাস থেকে রাস্তায় লাভ দেয় ওই নারী।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এ ঘটনায় বাসটি জব্দসহ চালক হেলপার ও বাসের সুপারভাইজার কে আটক করা হয়েছে।
অন্যদিকে আহত নারীর চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহায়তা দিতে আজ শনিবার বেলা ১১ঃ০০ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞ্চা। এসময় তিনি আইনি সহায়তাসহ তার পাশে থাকার আশ্বাস দেন।