
কী এমন করেছেন যে মুখ ঢাকতে হবে, দৌড়ে পালাতে হবে। ভারতের মুম্বাই বিমানবন্দরে এমনটিই করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। মুখ ঢেকেই পালানোর চেষ্টা করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তার এমন হাবভাব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন। তার এক ভক্ত বলেছেন, যে মানুষটি নিজে থেকেই সকলের সঙ্গে হেসে কথা বলেন, তার হঠাৎ কী হলো?
আরও পড়ুন : রাম চরণের কন্যাকে সোনার দোলনা উপহার দিলেন মুকেশ আম্বানি
বেশ কিছুদিন ধরেই আদিত্য রয় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন রয়েছে। বেশকিছু পার্টিতে তাদের একসঙ্গে সময় কাটাতেও দেখা যায়। সম্প্রতি, আদিত্যর সঙ্গে অনন্যার প্রেমের কথা ফাঁস করেন রণবীর কাপুর। নাম না বললেও গুঞ্জনে সম্মতি জানিয়ে রণবীর বলেন, আদিত্য যাকে ভালোবাসে, সেই মেয়ের নাম ‘এ’ দিয়ে শুরু।
যদিও অনন্যা বা আদিত্য প্রকাশ্যে কখনই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। শ্যুটিং চলাকালীন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা পান্ডে জানিয়েছেন,এই মুহূর্তে আমার বিয়ের কোনও পরিকল্পনাই নেই। বিয়ে করার বয়স আমার এখনও হয়নি।