
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হচ্ছেন। এ খবর তিনি গত এপ্রিলেই প্রকাশ করেছিলেন। তবে তার ভক্ত-অনুসারীরা চমকে গিয়েছিলেন। কারণ অভিনেত্রী এখনো বিয়ে করেননি। মাস তিনেক পর অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন।
আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় লঞ্চ থেকে যুবকের ঝাঁপ
ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’। অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনও তথ্যই জানাননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি এ নায়িকা। গত মাসে প্রেমিকের একটি অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন ইলিয়ানা। সেই সঙ্গে সন্তানের বাবা প্রসঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাব দেন তিনি। লম্বা সেই বার্তায় তুলে ধরেন, মাতৃত্ব কতটা সুন্দর আর পবিত্র অনুভূতি। ইলিয়ানা অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।