
চুয়াডাঙ্গার দর্শনায় রেল লাইনে থাকা ছাগল বাঁচাতে গিয়ে টেনে কাটা পড়ে নুরজাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাতটি ছাগলও টেনে কাটা পড়ে মারা যায়। আজ বুধবার সকাল দশটার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া ফার্মপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : শিক্ষকের কবল থেকে বাঁচাতে মায়ের সংবাদ সম্মেলন
দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান জানান, সকালে নুরজাহান বেগমের কিছু ছাগল তার বাড়ির পাশের রেললাইনের উপর উঠে পড়ে। এ সময় খুলনা থেকে চিলাহাটি নামে রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ছাগল গুলোকে বাঁচাতে গিয়ে তিনি সহ আরো সাতটি ছাগল টেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।