
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত জেসমিন মিরপুর পৌরসভার ৪নং ওয়ংার্ডের জহুরুল মন্ডলের মেয়ে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর মন্ডলপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন, মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ ইসলাম।
আরও পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে ফেন্সিডিল সহ যুবক আটক
জানা যায়, জেসমিন এবং তার মা মিনা খাতুন ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। এসময় বাড়ির সন্নিকটে আসলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই জেসমিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মা মিনা খাতুনসহ আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মিরপুর মন্ডলপাড়া মসজিদের নিকট একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।