
কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৮টার দিকে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি হাই স্কুল গেটে তার চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত মাদক কারবারি হলেন: মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের খাঁ পাড়ার মোঃ মোজাম্মেল হক মন্টুর ছেলে মোঃ কায়সার হামিদ কাওসার (৩৮) ।
এলাকাবাসী জানায়,চা বিক্রেতা থেকে মাদক কারবারি হয়ে ওঠার ভয়াবহ বর্ণনা। হাজরাহাটি হাই স্কুলের প্রাচীর ঘেঁষে তার চায়ের দোকানটি, সেই সুবাদে স্কুলের শিক্ষার্থীদের জন্য পুরি ও সিঙ্গারা বিক্রি করতেন তিনি।
পরবর্তীতে স্কুলের শিক্ষার্থীদের পুঁজি করেই মূলত শুরু করেন তার মাদক ব্যবসা। এভাবেই স্কুলের শিক্ষার্থীদের মাদকের প্রতি আকৃষ্ট করে চলতে থাকে তার রমরমা মাদক ব্যবসা।
এলাকাবাসী আরও জানায়, কিছুদিন পরপরই দেখি কাউসারের দোকানে পুলিশের অভিযান চলছে, এরপর দেখি কয়েকদিন দোকান বন্ধ রেখে, আবারো শুরু করে। এভাবে আমাদের গ্রামের ৮০% তরুণ সমাজ আজ মাদকের সঙ্গে জড়িত হয়ে পড়েছে।
কাওসার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ, দীর্ঘ কয়েক বছর ধরে চালাচ্ছেন তার এই ব্যবসা।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি গ্রামে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় আটক কাওসারের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক কাওসার আলির নামে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : কুষ্টিয়ার কাঞ্চনপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু
Time news FB Link